মনের মানুষ মেলে না সংসারে, মানুষের মন তাই সঙ্গীহীন। আসলে আমরা সবাই একা। মানুষের সঙ্গে মানুষের মিলন হয় বাইরের প্রয়ােজনে, বন্ধুত্বের প্রয়ােজনে, সৃষ্টির প্রয়ােজনে, স্বার্থের প্রয়ােজনে।
সংসারে আনন্দময় পরিবেশ ভালো কিছু করার প্রেরণা যোগায়।চলিত দিনগুলির মধ্যে একদিন আমি খারাপ অবস্থায় কোথাও হাসপাতালে থাকলেও
একমাত্র মানুষ যারা আমার সাথে থাকবে তারা হবে আমার সংসারের মানুষ।
আমার পরিবার আমার শক্তি এবং আমার দুর্বলতা।