ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশি এক তরুণ। অথচ তিনি যে পুরোদস্তুর ট্রাভেল ব্লগার হবেন, সেটা কখনো ভাবেননি। বলছি ভ্রমণ বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল Nadir On The Go এর মালিক নাদির নিবরাসের কথা। ২০১৬ সালের ১৭ ডিসেম্বর তিনি প্রথম ইউটিউব চ্যানেল খুলেন। সেই চ্যানেলের ভিডিও ছিল নিতান্তই নিজের জন্য।
পরিবার ও বন্ধুদের নতুন জায়গা দেখানো ছিল সেইসব ভিডিওর উদ্দেশ্য। আজকাল অনেকে রাতারাতি ভাইরাল হয়ে খ্যাতি অর্জন করলেও, নাদির পরিচিতি তৈরী করেন ধীরে ধীরে। দুই বছরে এ ব্লগার মোট ২৫টা ভিডিও আপলোড করেন। তখন তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র ১০০ জন। তা–ও পরিচিতজনরা। পরের দুই বছরে সেই সংখ্যা পৌঁছায় ২০০ জনে।
২০২০ সালে করোনার ঘরবন্দী দিনগুলোতে বাসায় বসে বসে ভ্রমণের ভিডিও দেখতেন নাদির। একসময় নিজের পুরোনো একটি ইংরেজি ভ্লগ দেখে বাংলায় একটি ভ্লগ বানান। যে ভিডিওটি আপলোড করতেই হু হু করে বেড়ে যায় ভিউ। রীতিমতো ভাইরাল হয় নাদিরের প্রথম বাংলা কনটেন্ট ‘বাংলাদেশী পাসপোর্টে ৪৮ দেশে ভিসা-ফ্রি ভ্রমণ’। ইউটিউবে ৩০ লাখেরও বেশি দেখা হয়েছে এই ভিডিও। এরপরই মূলত ভ্রমণ ভিডিও বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। বেরিয়ে পড়েন বিশ্বের নানা প্রান্তে। কখনো আমাজনের গহিন বনে, তো কখনো হাওয়াইয়ের সবচেয়ে সুন্দর জায়গায়। আজ একগাদা জ্যান্ত সাপ হাতে, তো কাল হাঙরের সঙ্গে।দিনাজপুরে জন্ম নেয়া নাদির নিব্রাস ‘Nadir On the Go’ নামেই বেশি পরিচিত। আর দশজন বাঙালি যুবকের চেয়ে, তার ভিডিয়োর কন্টেন্ট ভিন্ন। কেউ যখন ফুড ভ্লগিং করেন, কেউ করেন প্র্যাঙ্ক,রোস্ট, ফানি ভিডিও – তখন নাদির বিভিন্ন দেশের ট্রাভেল ভ্লগ করেন। নাদিরের জন্ম দিনাজপুর শহরে ১৯৯৫ সালে। বাবা এ কে এম ফজলুল করিম ছিলেন দিনাজপুর শহরের নামকরা দন্তচিকিৎসক, বর্তমানে তিনি ঢাকায় কর্মরত। ২০০০ সাল থেকে নাদিরের পরিবার থাকেন ঢাকায়। ঢাকার ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন তিনি। পিএইচডি চলছে, তবে করতে চান না। বাংলা ভাষার ট্রাভেল ভ্লগিংকে অন্য মাত্রায় নিতে চান এই তরুণ। একটা দেশে গেলে তিনি আসলে ঘোরেন না, মেশেন। মানুষ, সংস্কৃতি,পরিবেশের সঙ্গে মিশে যে প্রামাণ্য দেন, তাই হয় নজরকাড়া। চেষ্টা করেন বাংলা বলার। উচ্ছ্বল হাসিতে প্রাণ পায় ভ্লগ। নাদির একাধিকবার বলেছেন, চাকরির পয়সায় ঘুরে বেড়ালেও বিলাসী জীবনে তার একেবারেই ‘না’। আমাদের দেশের তরুণরা যে হারে উচ্চবিত্ত দুর্নীতিবাজদের জীবনযাপনের ভ্লগ দেখে, একে অন্যের রোস্ট করা দেখে, কাপল ভ্লগিং,সস্তা ফানি ভিডিও দেখে, সে হারে নাদিরের রুচিশীল কন্টেন্ট দেখার মানসিকতা তাদের গড়ে উঠছে না। শুধু নাদিরই নয়, শাইখ সিরাজ, হানিফ সংকেত, সালাউদ্দিন সুমন কিংবা প্যানোরমা ডকুমেন্টারি – এসব তাদের আগ্রহের তালিকায়ই নেই। ভিউয়ের জন্য যারা সস্তা হয়ে যেতে পারে নি, তাদের দাম দেয়নি বাংলাদেশি তরুণ প্রজন্ম.. ২৯ বছরের এই তরুণ তবু নিভৃতে দেশের নাম ছড়িয়ে বেড়াচ্ছেন গোটা দুনিয়ায়। নাদির নিব্রাসের মা কিছুদিন আগে পরলোকগত হয়েছেন৷ আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। নাদির অন দ্য গো নিয়ে আপনার কি মত? Nadir On The Go – Bangla