বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ কোরআন তাফসির মাহফিল।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও জনপ্রিয় দুইজন আলেম, শায়খ আহমেদুল্লাহ ও ড. মিজানুর রহমান আযাহারী আজকের আদ দ্বীন ছকিনা তাফসিরুল কোরআন মাহফিলে রাঙাতে যশোরের মাটিতে আসছেন।
যশোরবাসী আজ বাংলাদেশের বৃহত্তম ইসলামিক মহফিলের সাক্ষী হতে যাচ্ছে।
বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করলে, সুন্দরভাবে মাহফিলটি সম্পন্ন করা সম্ভব।
১) ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল পরিহার করে পাবলিক ট্রান্সপোর্ট বাস সিএনজি অটোরিকশা ব্যবহার করুন।
২) সমাবেশের স্থলে কোনরকম বিশৃঙ্খলা পরিহার করি।
৩) মহফিলের আশেপাশে ময়লা ফেলা, প্রসাব না করে নিদ্দিষ্ঠ টয়লেট ব্যবহার করা।
৪) ইসলামি আদব মেনে চলা।
৫) মাহফিলের দায়িত্বরত স্বেচ্ছাসেবক দের কে শতভাগ সহায়তা করা।
আল্লাহহু আকবার।