ফারহান মারা গেছেন খবর টি ভুয়া
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান মারা যাননি বরং, তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টিভির ওয়েবসাইটে গত ০৪ জানুয়ারি ‘আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ০৪ জানুয়ারি ‘এখন কেমন আছেন অভিনেতা মুশফিক আর ফারহান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৩ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টার দিকে ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশফিক আর ফারহান। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের এইচডিইউতে ভর্তি করানো হয়।
নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, ‘‘অভিনেতা ফারহানের প্রেশার এখনো কমছে-বাড়ছে। স্থির হচ্ছে না। যে কারণে এখনো এইচডিইউতে ভর্তি রয়েছেন তিনি। আপাতত শঙ্কামুক্ত। এখন খেতে পারছেন, কথাও বলছেন। প্রেশারের সমস্যার সমাধান হলেই কেবিনে নিয়ে যাওয়া হবে।’’
এছাড়া সময় টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। তাকে হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়েছে। এখন কথা বলতে পারছেন তিনি।
আর টিভির ওয়েবসাইটে ‘কেমন আছেন মুশফিক ফারহান, জানাল পরিবার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে মুশফিক আর ফারহান শঙ্কামুক্ত রয়েছেন।
ফারহানের মামা আব্দুল্লাহ মামুন গণমাধ্যমকে বলেছেন, “ফারহানের ভাইরাল ফিভার হয়েছে। বাড়তি সতর্কতার জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো আছে।”
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা